क्रेडिट्स
PERFORMING ARTISTS
Ajoy Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Atanu Chakraborty
Composer
गाने
আমি কী আশায় গান গেয়ে যাই
সে কথা কেউ বোঝে না, বোঝে না
সে কথা কেউ বোঝে না
সকলেরই খুশি জাগে
সকলেরই খুশি জাগে
আঁখিজল কেউ মুছে না, মুছে না
সে কথা কেউ বোঝে না, বোঝে না
সে কথা কেউ বোঝে না
হারানোর যত ব্যথা, পাবার যে আকুলতা
হারানোর যত ব্যথা, পাবার যে আকুলতা
না বলা কত কথা সুরে সুরে বলে যেতে চাই
সে ভাষা কেউ বোঝে না
সে ভাষা কেউ বোঝে না
কথা আমার জীবন
স্বরলিপি লেখে মন
কন্ঠে তারই আলাপন
কথা আমার জীবন
স্বরলিপি লেখে মন
কন্ঠে তারই আলাপন
ধূসর প্রহর জুড়ে
যে হৃদয় গেছে পুড়ে
ধূসর প্রহর জুড়ে
যে হৃদয় গেছে পুড়ে
যা সরে গেছে দূরে
গানে গানে ভুলে যেতে চাই
সে তৃষা কেউ বোঝে না
সে তৃষা কেউ বোঝে না
আমি কী আশায় গান গেয়ে যাই
সে কথা কেউ বোঝে না, বোঝে না
সে কথা কেউ বোঝে না, বোঝে না
সে ভাষা কেউ বোঝে না
Written by: Atanu Chakraborty