म्यूज़िक वीडियो

क्रेडिट्स

PERFORMING ARTISTS
Mechanix
Mechanix
Performer
COMPOSITION & LYRICS
Doyeedt Annahaal
Doyeedt Annahaal
Composer

गाने

পরাহত শব্দের ভূমিকায় একা দাঁড়িয়ে সবুজ তোমাদের আহত নতমুখ রাতের শব্দ আর ঘুম তোমাদেরই যুবক স্বপ্ন নিঃস্ব মেঘ ধুলো জমা প্রাসাদ ঘুণে ধরা Nostalgia দুঃস্বপ্ন নির্জীববোধ অনিত্য বাস্তবতা আঁকড়ে তোমাদের ঝড়ো দিন নিয়ন আলোয় মৃত রাজধানী ক্ষুব্ধ পরিব্রাজক আমি বিজ্ঞাপিত অপরাজেয় নই আমি অপরাজেয় মর্মে মর্মে স্বত্তায় অনুরণে অপরাজেয় পরাহত শব্দের ভূমিকায় একা দাঁড়িয়ে সবুজ তোমাদের আহত নতমুখ রাতের শব্দ আর ঘুম তোমাদেরই যুবক স্বপ্ন নিঃস্ব মেঘ ধুলো জমা প্রাসাদ যুদ্ধ শেষে বিদিত আঁধার ধ্বংস ক্ষত বিবেক অতীত অজ্ঞাত তোমাদের ভ্রান্তির ঘরে রুদ্ধ আলোর মশাল আগামীর খোলা অস্ত্র হাতে আমি অপরাজেয়... বিজ্ঞাপিত অপরাজেয় নই আমি অপরাজেয় মর্মে মর্মে স্বত্তায় অনুরণে অপরাজেয়
Writer(s): Sheikh M Reaz Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out