क्रेडिट्स
PERFORMING ARTISTS
Pahari Sanyal
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Perennial Records
Producer
गाने
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে
ভয় কোরো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকব নাকো
এসেছি দণ্ড-দুয়ের তরে
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে
ভয় কোরো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকব নাকো
এসেছি দণ্ড-দুয়ের তরে
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে
দেখব শুধু মুখখানি, শুনাও যদি শুনব বাণী
দেখব শুধু মুখখানি, শুনাও যদি শুনব বাণী
নাহয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে
নাহয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে
ভয় কোরো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকব নাকো
এসেছি দণ্ড-দুয়ের তরে
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে
Written by: Rabindranath Tagore