क्रेडिट्स

PERFORMING ARTISTS
JKH Jesan
JKH Jesan
Guitar
Avisheikh
Avisheikh
Melodica
Ample Bassist
Ample Bassist
Bass
COMPOSITION & LYRICS
MD. Nazrul Islam
MD. Nazrul Islam
Songwriter
PRODUCTION & ENGINEERING
JKH Jesan
JKH Jesan
Producer
Bumble Bee
Bumble Bee
Recording Engineer

गाने

আমি তোমার রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেরাতে চাই
আমি তোমার গন্ধে গন্ধে মেখে থাকতে চাই
বল একটু জায়গা,
যাবে কি দেয়া
তোমার মনের এক কোণে।
বল একটু জায়গা,
যাবে কি দেয়া
তোমার মনের এক কোণে।
আমি বুক পকেটে নিয়ম করে
তোমার নামে হিসেব খুলে
রোজ রোজ ভালবাসা রাখি
তোমার অপেক্ষায়-
আমি বুক পকেটে নিয়ম করে
তোমার নামে হিসেব খুলে
রোজ রোজ ভালবাসা রাখি
তোমার অপেক্ষায়-
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
আমি তোমার পাশে পাশেই শুধু হাঁটতে চাই
আমি তোমার হাতে হাতে হাত রাখতে চাই
বল হবে কি আমার, যাবে কি ওগো
আমার মনের এই বনে-
বল হবে কি আমার, যাবে কি ওগো
আমার মনের এই বনে-
আমি রোজ বিকেলে পায়ে হেঁটে
শুধু তোমায় চোখে পেতে
রাতভোর ওগো জেগে থাকি
তোমার ভালবাসায়-
আমি রোজ বিকেলে পায়ে হেঁটে
শুধু তোমায় চোখে পেতে
রাতভোর ওগো জেগে থাকি
তোমার ভালবাসায়-
শুধু তোমার ভালবাসায়
শুধু তোমার ভালবাসায়
শুধু তোমার ভালবাসায়
শুধু তোমার ভালবাসায়
আমি তোমার চোখে চোখে চোখ রাখতে চাই
আমি তোমায় থেকে থেকে ওগো দেখতে চাই
বল নেবে কি আমায়, দেবে কি ওগো
তোমার মনের ঐ চাবি-
বল নেবে কি আমায়, দেবে কি ওগো
তোমার মনের ঐ চাবি-
আমি বুক পকেটে নিয়ম করে
তোমার নামে হিসেব খুলে
রোজ রোজ ভালবাসা রাখি
তোমার অপেক্ষায়-
আমি বুক পকেটে নিয়ম করে
তোমার নামে হিসেব খুলে
রোজ রোজ ভালবাসা রাখি
তোমার অপেক্ষায়-
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
Written by: MD. Nazrul Islam
instagramSharePathic_arrow_out

Loading...