क्रेडिट्स
PERFORMING ARTISTS
Indranil Sen
Performer
COMPOSITION & LYRICS
Tony Basu
Composer
Ratan Saha
Songwriter
गाने
জলচুড়ি তার দুই হাতে
ওই রিনিঝিনি সুর তোলে
তার ওই নূপুর বাজে রাতদুপুর
আহা, কত না গল্প যায় বলে
জলচুড়ি তার দুই হাতে
ওই রিনিঝিনি সুর তোলে
তার ওই নূপুর বাজে রাতদুপুর
আহা, কত না গল্প যায় বলে
সজনি, ও প্রাণসজনি
নাকেতে চিকমিক নাকছাবিটা
জ্বলছে হীরের রোশনিতে
দুগালে আবার গোধূলি যেন
চাইছে সোনালি রং দিতে
আমি দূর থেকে উছলন দেখে
রাজহংসীকে যেন যাই ভুলে
সজনি, ও প্রাণসজনি
তুমি যে আমার চিরন্তনী
ভালোবাসার ওই প্রতিমা
কোন কবিতায় কীভাবে লিখি
ওই রূপের তো নেই সীমা
তুমি কী নেবে আর কী দেবে
আমি না ভেবে শুধু যাই দুলে
সজনি, ও প্রাণসজনি
জলচুড়ি তার দুই হাতে
ওই রিনিঝিনি সুর তোলে
তার ওই নূপুর বাজে রাতদুপুর
আহা, কত না গল্প যায় বলে
সজনি, ও প্রাণসজনি
সজনি, ও প্রাণসজনি
Written by: Ratan Saha, Tony Basu

