क्रेडिट्स

PERFORMING ARTISTS
Srabani Sen
Srabani Sen
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter

गाने

গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি, না, না, না, রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি...
বিভল হাসিতে, বাজিল বাঁশিতে
বিভল হাসিতে, বাজিল বাঁশিতে
স্ফূরিল অধরে নিভৃত স্বপনে
না, না, না, রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি...
মধুপ গুঞ্জরিল
মধুর বেদনায় আলোক-পিয়াসি
অশোক মুঞ্জরিল
মধুপ গুঞ্জরিল
মধুর বেদনায় আলোক-পিয়াসি
অশোক মুঞ্জরিল
হৃদয়শতদল করিছে টলমল
হৃদয়শতদল করিছে টলমল
অরুণ প্রভাতে করুণ তপনে
না, না, না, রবে না গোপনে
গোপন কথাটি রবে না গোপনে
উঠিল ফুটিয়া নীরব নয়নে
গোপন কথাটি...
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...