Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
Belal
Performer
Belal Khan
Performer
Porshi
Performer
COMPOSITION & LYRICS
Musfiq Litu
Composer
Najir Mahmud
Composer
Ahmed Risvy
Songwriter
Lirik
ভালোবেসে তুমি-আমি এসো বাঁধি ঘর
ভালোবেসে তুমি-আমি এসো বাঁধি ঘর
মরে না ভালোবাসা
বেঁচে থাকে বুকের ভেতর
ও মরে না ভালোবাসা
মরে না ভালোবাসা
বেঁচে থাকে বুকের ভেতর
ভালোবেসে তুমি-আমি এসো বাঁধি ঘর
মরে না ভালোবাসা
বেঁচে থাকে বুকের ভেতর
সূর্যের রং মেখে আসে রাঙা ভোর
তোমাকে যতই দেখি কাটে না তো ঘোর
ও সূর্যের রং মেখে আসে রাঙা ভোর
তোমাকে যতই দেখি কাটে না তো ঘোর
তোমাকে কাছে পেলে
তোমাকে কাছে পেলে
এই প্রেম হবে যে অমর
ভালোবেসে তুমি-আমি এসো বাঁধি ঘর
মরে না ভালোবাসা
বেঁচে থাকে বুকের ভেতর
নদীর বুকে থাকে জলের ধারা
আমার তো কেউ নেই তোমাকে ছাড়া
নদীর বুকে থাকে জলের ধারা
আমার তো কেউ নেই তোমাকে ছাড়া
তোমাকে কাছে পেলে
তোমাকে কাছে পেলে
এই প্রেম হবে যে অমর
ভালোবেসে তুমি-আমি এসো বাঁধি ঘর
মরে না ভালোবাসা
বেঁচে থাকে বুকের ভেতর
ভালোবেসে তুমি-আমি এসো বাঁধি ঘর
মরে না ভালোবাসা
বেঁচে থাকে বুকের ভেতর
মরে না ভালোবাসা
মরে না ভালোবাসা
বেঁচে থাকে বুকের ভেতর
ভালোবেসে তুমি-আমি এসো বাঁধি ঘর
মরে না ভালোবাসা
বেঁচে থাকে বুকের ভেতর
Written by: Ahmed Risvy, Musfiq Litu, Najir Mahmud