Dari

Lirik

ওরে প্রজাপতি, মায়া দিয়ে
কে যে পরশ করল তোরে
মায়া দিয়ে
অস্তরবির তুলিখানি চুরি করে
চুরি করে, মায়া দিয়ে
প্রজাপতি, মায়া দিয়ে
কে যে পরশ করল তোরে
মায়া দিয়ে
হাওয়ার বুকে যে চঞ্চলের গোপন বাসা
বনে বনে বয়ে বেড়াস তারি ভাষা
অপ্সরীদের, অপ্সরীদের দোলের খেলার ফুলের রেণু
পাঠায় কে তোর পাখায় ভরে
মায়া দিয়ে
প্রজাপতি, মায়া দিয়ে
কে যে পরশ করল তোরে
মায়া দিয়ে
যে গুণী তার কীর্তিনাশার বিপুল নেশায়
চিকন রেখার লিখন মেলে শূন্যে মেশায়
সুর বাঁধে আর সুর যে হারায় পলে পলে
গান গেয়ে যে চলে তারা দলে দলে
তার হারা সুর, তার হারা সুর নাচের নেশায়
ডানাতে তোর পড়ল ঝরে
মায়া দিয়ে
প্রজাপতি, মায়া দিয়ে
কে যে পরশ করল তোরে
মায়া দিয়ে
অস্তরবির তুলিখানি চুরি করে
চুরি করে, মায়া দিয়ে
প্রজাপতি, মায়া দিয়ে
কে যে পরশ করল তোরে
মায়া দিয়ে
instagramSharePathic_arrow_out

Loading...