Dari

Lirik

যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী
যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী
যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী
যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী
যিনি সকল কাজের কাজী-
তাঁর বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে
তাঁর বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে
তিনি যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গি
যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী
যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী
যিনি সকল কাজের কাজী-
এই জন্ম-মরণ-খেলায় মোরা মিলি তাঁরি মেলায়
এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী
এই জন্ম-মরণ-খেলায় মোরা মিলি তাঁরি মেলায়
এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী
ওরে ডাকেন তিনি যবে তাঁর জলদ-মন্দ্র রবে
ওরে ডাকেন তিনি যবে তাঁর জলদ-মন্দ্র রবে
ছুটি পথের কাঁটা পায়ে দলে সাগর গিরি লঙ্ঘি
যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী
যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী
যিনি সকল কাজের কাজী-
instagramSharePathic_arrow_out

Loading...