Ditampilkan Di

Dari

Lirik

চলি গো, চলি গো, যাই গো চলে
পথের প্রদীপ জ্বলে গো গগন-তলে
চলি গো, চলি গো, যাই গো চলে
পথের প্রদীপ জ্বলে গো গগন-তলে
চলি গো, চলি গো
বাজিয়ে চলি পথের বাঁশি
বাজিয়ে চলি পথের বাঁশি
ছড়িয়ে চলি চলার হাসি
রঙিন বসন উড়িয়ে চলি জলে স্থলে
চলি গো, চলি গো, যাই গো চলে
পথের প্রদীপ জ্বলে গো গগন-তলে
চলি গো, চলি গো
পথিক ভুবন ভালোবাসে পথিকজনে রে
এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে
পথিক ভুবন ভালোবাসে পথিকজনে রে
এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে
চলার পথের আগে আগে
চলার পথের আগে আগে
ঋতুর ঋতুর সোহাগ জাগে
চরণঘায়ে মরণ মরে পলে পলে
চলি গো, চলি গো, যাই গো চলে
পথের প্রদীপ জ্বলে গো গগন-তলে
চলি গো, চলি গো, যাই গো চলে
পথের প্রদীপ জ্বলে গো গগন-তলে
চলি গো, চলি গো
instagramSharePathic_arrow_out