Dari
Lirik
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে
তুমি আমার নয়নে নয়ন রেখো
আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে
হৃদয়দেবতা রয়েছ প্রাণে মন যেন তাহা নিয়ত জানে
হৃদয়দেবতা রয়েছ প্রাণে মন যেন তাহা নিয়ত জানে
পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে
সব কলরবে সারা দিনমান শুনি অনাদি সঙ্গীতগান
সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে
সব কলরবে সারা দিনমান শুনি অনাদি সঙ্গীতগান
সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে
নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে, সকল মননে
নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে, সকল মননে
সকল হৃদয়তন্ত্রে যেন মঙ্গল বাজে
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে
তুমি আমার নয়নে নয়ন রেখো
আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে