Dari
Lirik
হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা
হে বন্ধু আমার
সে পুণ্যতীর্থের যিনি জাগ্রত দেবতা
তাঁরে নমস্কার
হে বন্ধু আমার
হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা
হে বন্ধু আমার
বিশ্বলোক নিত্য যাঁর শাশ্বত শাসনে
মরণ উত্তীর্ণ হয় প্রতি ক্ষণে ক্ষণে
বিশ্বলোক নিত্য যাঁর শাশ্বত শাসনে
মরণ উত্তীর্ণ হয় প্রতি ক্ষণে ক্ষণে
আবর্জনা দূরে যায় জরাজীর্ণতার
তাঁরে নমস্কার, তাঁরে নমস্কার
হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা
হে বন্ধু আমার
যুগান্তের বহ্নিস্নানে যুগান্তরদিন
নির্মল করেন যিনি, করেন নবীন
ক্ষয়শেষে পরিপূর্ণ করেন সংসার
তাঁরে নমস্কার, তাঁরে নমস্কার
যুগান্তের বহ্নিস্নানে যুগান্তরদিন
নির্মল করেন যিনি, করেন নবীন
ক্ষয়শেষে পরিপূর্ণ করেন সংসার
তাঁরে নমস্কার, তাঁরে নমস্কার
পথযাত্রী জীবনের দুঃখে সুখে ভরি
অজানা উদ্দেশ-পানে চলে কালতরী
পথযাত্রী জীবনের দুঃখে সুখে ভরি
অজানা উদ্দেশ-পানে চলে কালতরী
ক্লান্তি তার দূর করি করিছেন পার
তাঁরে নমস্কার, তাঁরে নমস্কার
হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা
হে বন্ধু আমার
সে পুণ্যতীর্থের যিনি জাগ্রত দেবতা
তাঁরে নমস্কার
হে বন্ধু আমার
হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা
হে বন্ধু আমার