Dari
PERFORMING ARTISTS
Pijushkanti Sarkar
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Lirik
ওরে জাগায়ো না, ও যে বিরাম মাগে
নির্মম ভাগ্যের পায়ে
ও যে সব চাওয়া দিতে চাহে অতলে জলাঞ্জলি
না, না, না, ওরে জাগায়ো না
দুরাশার দুঃসহ ভার দিক নামায়ে, দিক নামায়ে
দুরাশার দুঃসহ ভার দিক নামায়ে, দিক নামায়ে
যাক ভুলে অকিঞ্চন জীবনের বঞ্চনা
না, না, না, ওরে জাগায়ো না
আসুক নিবিড় নিদ্রা
তামসী তুলিকায় অতীতের বিদ্রূপবাণী দিক মুছায়ে
স্মরণের পত্র হতে
আসুক নিবিড় নিদ্রা
তামসী তুলিকায় অতীতের বিদ্রূপবাণী দিক মুছায়ে
স্মরণের পত্র হতে
স্তব্ধ হোক বেদনগুঞ্জন
সুপ্ত বিহঙ্গের নীড়ের মতো
স্তব্ধ হোক বেদনগুঞ্জন
সুপ্ত বিহঙ্গের নীড়ের মতো
আনো তমস্বিনী
শ্রান্ত দুঃখের মৌনতিমিরে শান্তির দান
না, না, না, ওরে জাগায়ো না
Written by: Rabindranath Tagore