Dari
PERFORMING ARTISTS
Isheeta Ganguly
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Lirik
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া
বর্ষা আসে বসন্ত
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
কারা এই সমুখ দিয়ে
আসে যায় খবর নিয়ে
কারা এই সমুখ দিয়ে
আসে যায় খবর নিয়ে
খুশি রই আপন মনে, বাতাস বহে
বাতাস বহে সুমন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে
ততখন রহি রহি ভেসে আসে
ভেসে আসে সুগন্ধ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া
বর্ষা আসে বসন্ত
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
Written by: Rabindranath Tagore