Video Musik

Akashbhara Surjo Tara And Script
Tonton video musik {trackName} dari {artistName}

Dari

PERFORMING ARTISTS
Debabrata Biswas
Debabrata Biswas
Lead Vocals
Rabindranath Tagore
Rabindranath Tagore
Performer
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Rabindra Nath Tagore
Lyrics

Lirik

আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি... আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে... জাগে আমার গান আকাশভরা... অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটায় ভুবন দোলে অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটায় ভুবন দোলে নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান বিস্ময়ে তাই জাগে... জাগে আমার গান আকাশভরা... ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে তাই জাগে... জাগে আমার গান কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে গান ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে... জাগে আমার গান আকাশভরা...
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out