Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
LRB
Performer
COMPOSITION & LYRICS
Ayub Bachchu
Composer
LRB Band
Songwriter
PRODUCTION & ENGINEERING
Ayub Bachchu
Producer
Lirik
জাগো জাগো, জেগে থাকো সারাবেলা
জাগো জাগো, জেগে থাকো সারাবেলা
কেউ যেন না পারে দেশটাকে নিয়ে খেলতে খেলা
দেখো দেখো, চেয়ে দেখো ফিরে আবার
দেখো দেখো, চেয়ে দেখো ফিরে আবার
যেখানে '৭১ দুঃসহ নয় মাস যুদ্ধে কেটেছে সবার
এই আমার কষ্টে পাওয়া স্বাধীনতা
এই আমার রক্তে লেখা স্বাধীনতা
এই আমার কষ্টে পাওয়া স্বাধীনতা
এই আমার রক্তে লেখা স্বাধীনতা
বাংলাদেশ, বাংলাদেশ, জন্ম থেকে মৃত্যুর দেশ
বাংলাদেশ, বাংলাদেশ, আমার প্রথম, আমার শেষ
বাংলাদেশ, বাংলাদেশ, জন্ম থেকে মৃত্যুর দেশ
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ
যাবো যাবো প্রয়োজনে রাজপথে
যাবো যাবো প্রয়োজনে রাজপথে
আমাদের দেশটা দেবো না তো কোনোদিন ধ্বংস হতে
দেবো দেবো প্রয়োজনে পাহারা
দেবো দেবো প্রয়োজনে পাহারা
খুঁজে বের করবো এ দেশের শত্রু আছে কে বা কারা
এই আমার স্বপ্ন দেখার স্বাধীনতা
এই আমার ভালবাসার স্বাধীনতা
এই আমার স্বপ্ন দেখার স্বাধীনতা
এই আমার ভালবাসার স্বাধীনতা
বাংলাদেশ, বাংলাদেশ, জন্ম থেকে মৃত্যুর দেশ
বাংলাদেশ, বাংলাদেশ, আমার প্রথম, আমার শেষ
বাংলাদেশ, বাংলাদেশ, জন্ম থেকে মৃত্যুর দেশ
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ
চলো চলো পায়ে পায়ে মিছিলে
চলো চলো পায়ে পায়ে মিছিলে
শহিদ মিনারে যাই শহিদ স্মরণে আমরা সবাই মিলে
শোনো শোনো, নতুন প্রজন্ম শোনো
শোনো শোনো, নতুন প্রজন্ম শোনো
তিরিশ লক্ষ তাজা প্রাণের দামে পাওয়া এই স্বাধীনতা
এই আমার বেঁচে থাকার স্বাধীনতা
এই আমার কথা বলার স্বাধীনতা
এই আমার বেঁচে থাকার স্বাধীনতা
এই আমার কথা বলার স্বাধীনতা
বাংলাদেশ, বাংলাদেশ, জন্ম থেকে মৃত্যুর দেশ
বাংলাদেশ, বাংলাদেশ, আমার প্রথম, আমার শেষ
বাংলাদেশ, বাংলাদেশ, জন্ম থেকে মৃত্যুর দেশ
বাংলাদেশ, বাংলাদেশ, আমার প্রথম, আমার শেষ
বাংলাদেশ, বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ, তোমার প্রিয় বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ, আমার প্রথম, আমার শেষ
বাংলাদেশ, বাংলাদেশ, তোমার প্রথম, আমার শেষ
Written by: Ayub Bachchu, LRB Band