Dari

PERFORMING ARTISTS
Bangla Band
Bangla Band
Lead Vocals
Ornob
Ornob
Performer
Arnob
Arnob
Lead Vocals
COMPOSITION & LYRICS
Lalon Shai
Lalon Shai
Songwriter

Lirik

কে বোঝে মওলার আলেকবাজি
কে বোঝে মওলার আলেকবাজি
কে বোঝে মওলার আলেকবাজি
কে বোঝে মওলার আলেকবাজি
করছে রে কোরানের মানে
যা আসে যার মনের বুঝি
করছে রে কোরানের মানে
যা আসে যার মনের বুঝি
কে বোঝে মওলার আলেকবাজি
কে বোঝে মওলার আলেকবাজি
একই কোরান পড়াশোনা
কেউ মৌলভি, কেউ মওলানা
একই কোরান পড়াশোনা
কেউ মৌলভি, কেউ মওলানা
দাহেরা হয় কতজনা
সে মানেনা শরার কাজী
কে বোঝে মওলার আলেকবাজি
কে বোঝে মওলার আলেকবাজি
রোজ কেয়ামত বলে সবাই
কেউ বলেনা তারিখ নির্ণয়
রোজ কেয়ামত বলে সবাই
কেউ বলেনা তারিখ নির্ণয়
হিসাব হবে হচ্ছে সদাই
কোন কথায় মন রাখি রাজি
কে বোঝে মওলার আলেকবাজি
কে বোঝে মওলার আলেকবাজি
ম'লে জান ইল্লিন সিজ্জিন রয়
যতদিন রোজ হিসাব না হয়
ম'লে জান ইল্লিন সিজ্জিন রয়
যতদিন রোজ হিসাব না হয়
কেউ বলে জান ফিরে জন্মায়
তবে ইল্লিন সিজ্জিন কোথায়?
কে বোঝে মওলার আলেকবাজি
কে বোঝে মওলার আলেকবাজি
আরেক বিধান শুনিতে পাই
এক গোর মানুষের মউত নাই
আরেক বিধান শুনিতে পাই
এক গোর মানুষের মউত নাই
ও মরি কি ভজন রে ভাই
বাঞ্ছে লালন কারে পুঁছি
কে বোঝে মওলার আলেকবাজি
কে বোঝে মওলার আলেকবাজি
করছে রে কোরানের মানে
যা আসে যার মনের বুঝি
করছে রে কোরানের মানে
যা আসে যার মনের বুঝি
কে বোঝে মওলার আলেকবাজি
কে বোঝে মওলার আলেকবাজি।।
Written by: Lalon Shai
instagramSharePathic_arrow_out

Loading...