Video Musik

Video Musik

Dari

PERFORMING ARTISTS
Imran Mahmudul
Imran Mahmudul
Performer
Nancy
Nancy
Performer
COMPOSITION & LYRICS
Nazir Mahmud
Nazir Mahmud
Composer
Mushfiq Litu
Mushfiq Litu
Composer
Ahmed Risvy
Ahmed Risvy
Songwriter

Lirik

যতনে রেখেছি তোমায় আমারই বুকে
পারবে না কেড়ে নিতে কেউ তোমাকে
যতনে রেখেছি তোমায় আমারই বুকে
পারবে না কেড়ে নিতে কেউ তোমাকে
কোথায় যাবো আমি?
কে আছে আমার?
তুমি ছাড়া পৃথিবীটা অথৈ আঁধার
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো
জনমে জনমে আমি তোমারই রবো
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো
জনমে জনমে আমি তোমারই রবো
একটি কথাই বলে শুধু এই মন
এ দেহের প্রাণ তুমি, আমার জীবন
একটি কথাই বলে শুধু এই মন
এ দেহের প্রাণ তুমি, আমার জীবন
কোথায় যাবো আমি?
কে আছে আমার?
তুমি ছাড়া পৃথিবীটা অথৈ আঁধার
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো
জনমে জনমে আমি তোমারই রবো
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো
জনমে জনমে আমি তোমারই রবো
এই হৃদয়ের গভীর অনুভবে
তুমি আছো, শুধু তুমিই রবে
এই হৃদয়ের গভীর অনুভবে
তুমি আছো, শুধু তুমিই রবে
কোথায় যাবো আমি?
কে আছে আমার?
তুমি ছাড়া পৃথিবীটা অথৈ আঁধার
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো
জনমে জনমে আমি তোমারই রবো
এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেবো
জনমে জনমে আমি তোমারই রবো
Written by: Ahmed Risvy, Mushfiq Litu, Nazir Mahmud
instagramSharePathic_arrow_out

Loading...