Dari

PERFORMING ARTISTS
Subhro Raha
Subhro Raha
Performer
Tabib Mahmud
Tabib Mahmud
Performer
COMPOSITION & LYRICS
Subhro Raha
Subhro Raha
Composer
Tabib Mahmud
Tabib Mahmud
Lyrics

Lirik

ছেড়েছি
পরিবার ছেড়েছি ভাই বোন এসেছি
ফেলে গ্রামে মা বাবা প্রিয়জন
প্রয়োজনে জীবনের সফলতা কুড়াতে
দেহঘাম ঝড়াতে নিজ পায়ে দাঁড়াতে
রাজধানী ঢাকায় আমি ডানাকাটা জিন
প্রতিদিন পার করি সংগ্রামী দিন আমি (তাই)
ঠিকানাবিহীন এক যাযাবর
বিছানাবিহীন এক ব্যাচেলর
Hello — জি বলন
To-let দেখে ফোন দিলাম। কত স্কয়ার ফিট বাসা?
১৪৫০
আচ্ছা ভাড়া কেমন?
পঁয়ত্রিশ হাজার টাকা
আপনারা কি ব্যাচেলর দিবেন?
ধুর মিয়া! ফ্ল্যাট বাসায় ব্যাচেলর কেন দিবো
আমি ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর...
একটা বাসা ভাড়া দেন, আমি ব্যাচেলর
একটা বাড়ি ভাড়া দেন, আমি ব্যাচেলর
একটা বাসা ভাড়া দেন, আমি ব্যাচেলর
একটা বাড়ি ভাড়া দেন
নইলে মাথায় বারি দেন
ব্যাচেলর দূরে যাও চারিদিকে বদনাম
সমাজের সাথে হয় প্রতিদিন সংগ্রাম
মাথার উপর ছাদ নাই
পায়ের তলায় মাটি নাই
রাজধানী ঢাকার আমি সবখানে ঘুরলাম
ফ্ল্যাট মালিকেরা কেউ দিবে না বাসা ভাড়া
দিলে নাকি ইজ্জত রবে না রবে না
এই সমাজের কোন ফ্ল্যাট ইজ্জত আছে বল
একটা বৃদ্ধ দেখা ছিলো না যে ব্যাচেলর
ছাত্র সমাজ তারা ব্যাচেলর
যারা স্বপ্ন খুজে তারা ব্যাচেলর
যারা সম্ভাবনার সব প্রতিচ্ছবি
তারা আগামীর মখমল পৃথিবী
হ্যালো uncle আমি ব্যাচেলর
বাড়ি ভাড়া চাই বাড়ি ভাড়া না দেয়ার
Option-ই নাই আমি আগামীর এখন
সমাজের বুকে আমি নদীর মতন
আমি ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর... ব্যাচেলর...
একটা বাসা ভাড়া দেন, আমি ব্যাচেলর
একটা বাড়ি ভাড়া দেন, আমি ব্যাচেলর
একটা বাসা ভাড়া দেন, আমি ব্যাচেলর
একটা বাড়ি ভাড়া দেন
নইলে মাথায় বারি দেন
দেখ দেখ কাহিনীটা দেখ দেখ ব্যাচেলর সিনপাটে
আজকের সংবাদে শিরোনাম নাই
নাই থাকার জায়গা নাই নাই ঘরে বউ তাই
আমি রাজপথে প্রতি রাতে মশারী টানাই আমি
ব্যাচেলর যাযাবর ছাইড়া আসছি বাড়িঘর
এখন থাকি রাস্তা ঘাটে থাকতাম আগে আদাবর
দরদ দিয়া হৃদয় দিতা চিঠি লিখলাম বরাবর
শহরের সব ভালোবাসা পায় যেন ব্যাচেলর
Written by: Subhro Raha, Tabib Mahmud
instagramSharePathic_arrow_out

Loading...