Video Musik

Tor Moner Pinjiray 14
Tonton video musik {trackName} dari {artistName}

Ditampilkan Di

Dari

PERFORMING ARTISTS
Jisan Khan Shuvo
Jisan Khan Shuvo
Performer
COMPOSITION & LYRICS
Jisan Khan Shuvo
Jisan Khan Shuvo
Songwriter
Ankur Mahamud
Ankur Mahamud
Composer

Lirik

আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই? কারে এত করলি আপন পর করে আমায়? তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই? কারে এত করলি আপন পর করে আমায়? তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ জ্বলে নেভে জোনাকী, দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো? এই ভরা জোছনায় তুই কার পাশে? কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে? জ্বলে নেভে জোনাকি, দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো? এই ভরা জোছনায় তুই কার পাশে? কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে? তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই? কারে এত করলি আপন পর করে আমায়? তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাশরে চাইবো তোরে খোদার খাজানায় তখন যদি হায় তোরে না পাই নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাশরে চাইবো তোরে খোদার খাজানায় তখন যদি হায় তোরে না পাই নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই? কারে এত করলি আপন পর করে আমায়? তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ
Writer(s): Rabbi Khan, Ankur Mahamud, Jishan Shuvo Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out