Dari
PERFORMING ARTISTS
Kumar Biswajit
Performer
COMPOSITION & LYRICS
Ahmmed Humayun
Composer
Tarik Tuhin
Songwriter
Lirik
জোছনার বর্ষণে, আনমনা এই মনে
ধূসর স্মৃতির খেলা চোখের কোণে
জোনাকী নীলিমায়, আলো-আঁধারি ছায়ায়
কাঁদে হৃদয় হায়
কেন কে জানে
কে জানে, কে জানে
কিছু সুখ, কিছু ঝড়, সময়ের খেয়া পাড়
জীবনের ছেঁড়া পাল সামলানো দায়
কিছু সুর, কিছু গান, কিছু মুখ, পিছুটান
নিশ্চুপ নোনা জল হয়ে বয়ে যায়
কেন কে জানে
কে জানে, কে জানে
যত ব্যথা, যত ভয়, অজানা সংশয়
না মেলা হিসেব কাঁদে হৃদয় পাতায়
ব্যর্থ পরিণয়, ঝাপসা পরিচয়
ফিরে এসে চুপিসারে ছুঁয়ে দিয়ে যায়
কেন কে জানে
কে জানে, কে জানে
জোছনার বর্ষণে, আনমনা এই মনে
ধূসর স্মৃতির খেলা চোখের কোণে
জোনাকী নীলিমায়, আলো-আঁধারি ছায়ায়
কাঁদে হৃদয় হায়
কেন কে জানে
কে জানে, কে জানে
কে জানে, কে জানে
Written by: Ahmmed Humayun, Tarik Tuhin

