Video Musik

Ditampilkan Di

Dari

PERFORMING ARTISTS
Shusmita Anis
Shusmita Anis
Performer
Indraadip Dasgupta
Indraadip Dasgupta
Remixer
COMPOSITION & LYRICS
Indraadip Dasgupta
Indraadip Dasgupta
Composer
Srijato Bandyopadhyay
Srijato Bandyopadhyay
Songwriter

Lirik

এক বিকেলে যদি দেখো শহরে হঠাৎ হাত ছাড়ানো রাস্তাগুলো ফের ধরেছে হাত নীল বোতামে আলতো ছোঁয়ায় পুরোনো দিনের তুমি যদি হও অরণ্য, সে জলপ্রপাত (জলপ্রপাত) তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও) তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও) এক বিকেলে যদি দেখো শহরে হঠাৎ হাত ছাড়ানো রাস্তাগুলো ফের ধরেছে হাত নীল বোতামে আলতো ছোঁয়ায় পুরোনো দিনের তুমি যদি হও অরণ্য, সে জলপ্রপাত (জলপ্রপাত) তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও) তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও) রোদ যেভাবে আলসেমিতে জড়াবে তোমায় ট্রাম যেভাবে একলা কোনো ঠিকানাতে যায় ঠিক তেমন, ঠিক তেমন ঠিক তেমন ঘুম যেভাবে আস্তে ভাঙে, চুপটি ভাঙে ভুল রোদ পোহানো ব্যালকনিতে এমনি ঝরে ফুল ঠিক তেমন, ঠিক তেমন ঠিক তেমন, ঠিক তেমন ঠিক তেমন সে আছে দু'হাতে তোমার এই বিকেলবেলাতে রাস্তা পারাপার তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও) ভুল চিঠির (তাকে নাও) ডাক পাঠাও (তাকে নাও), ডাক পাঠাও (তাকে নাও) এক বিকেলে যদি দেখো শহরে হঠাৎ হাত ছাড়ানো রাস্তাগুলো ফের ধরেছে হাত নীল বোতামে আলতো ছোঁয়ায় পুরোনো দিনের তুমি যদি হও অরণ্য, সে জলপ্রপাত (জলপ্রপাত) তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও) তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও) এক বিকেলে যদি দেখো শহরে হঠাৎ হাত ছাড়ানো রাস্তাগুলো ফের ধরেছে হাত নীল বোতামে আলতো ছোঁয়ায় পুরোনো দিনের তুমি যদি হও অরণ্য, সে জলপ্রপাত (জলপ্রপাত) তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও) তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও), তাকে নাও (তাকে নাও)
Writer(s): Indraadip Dasgupta, Srijato Bandyopadhyay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out