Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
Arfin Rumey
Performer
Nischup Bristy
Performer
COMPOSITION & LYRICS
Arfin Rumey
Composer
Anurup Aich
Songwriter
Lirik
কী করে আমি বলব তোকে
বেসেছি ভালো এক পলকে
কী মায়া দিয়ে বাঁধলি আমাকে
প্রেমে পড়েছি তোর এক ঝলকে
কী করে আমি বলব তোকে
বেসেছি ভালো এক পলকে
কী মায়া দিয়ে বাঁধলি আমাকে
প্রেমে পড়েছি তোর এক ঝলকে
ভালোবাসা দে না আমায় তোরই তরফে
এই মন দেবো লিখে প্রেমেরই হরফে
ভালোবাসা দে না আমায় তোরই তরফে
এই মন দেবো লিখে প্রেমেরই হরফে
ফুলেরই সুবাস মেখে প্রজাপতি কাব্য লেখে
রঙিন পাখা মেলে কত ছুটে চলে
ফুলেরই সুবাস মেখে প্রজাপতি কাব্য লেখে
রঙিন পাখা মেলে কত ছুটে চলে
ভালোবাসা দে না আমায় তোরই তরফে
এই মন দেবো লিখে প্রেমেরই হরফে
ভালোবাসা দে না আমায় তোরই তরফে
এই মন দেবো লিখে প্রেমেরই হরফে
চাঁদেরই মায়া লেগে কত রাত যায় জেগে
আকাশের মেঘ দেখে ভাসি প্রেম-আবেগে, হায়
চাঁদেরই মায়া লেগে কত রাত যায় জেগে
আকাশের মেঘ দেখে ভাসি প্রেম-আবেগে
ভালোবাসা দে না আমায় তোরই তরফে
এই মন দেবো লিখে প্রেমেরই হরফে
ভালোবাসা দে না আমায় তোরই তরফে
এই মন দেবো লিখে প্রেমেরই হরফে
Written by: Anurup Aich, Arfin Rumey