Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
Sabina Yasmin
Performer
COMPOSITION & LYRICS
Satya Saha
Composer
Gazi Mazharul Anwar
Composer
Lirik
আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
আমাকে চিনতে পারবে না
জানি আমাকে চিনতে পারবে না
তখন আমি যে পাখিদের গান
আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
আমি আসবো যখন
প্রেমকে দেবে তুমি অভিশাপ
হাজার দুঃখ ভরা
অশ্রুকে করবে পরিমাপ
আমি আসবো যখন
প্রেমকে দেবে তুমি অভিশাপ
হাজার দুঃখ ভরা
অশ্রুকে করবে পরিমাপ
আমাকে চিনতে পারবে না
জানি আমাকে চিনতে পারবে না
তখন আমি যে সাগরের গান
আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
আমি আসবো যখন
জীবনকে দেবে তুমি অপবাদ
যখন মিথ্যে হবে স্বপ্নের যত সংবাদ
আমি আসবো যখন
জীবনকে দেবে তুমি অপবাদ
যখন মিথ্যে হবে স্বপ্নের যত সংবাদ
আমাকে চিনতে পারবে না
জানি আমাকে চিনতে পারবে না
তখন আমি যে প্রেয়সীর গান
আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
আমাকে চিনতে পারবে না
জানি আমাকে চিনতে পারবে না
তখন আমি যে পাখিদের গান
আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
Written by: Gazi Mazharul Anwar, Satya Saha