Video Musik

Popeye (Bangladesh) - Tri (ত্রি) Official Music Video
Tonton video musik {trackName} dari {artistName}

Dari

COMPOSITION & LYRICS
Raffan Imam
Raffan Imam
Songwriter
Jeremy Lawrence
Jeremy Lawrence
Songwriter

Lirik

কত কাছে তবু দূরে হয়েও আপনও পরই জানে শুধু দেয়ালেরা আর দু'জনই আড়ালে লুকিয়ে তুমি আমি ছড়িয়ে কি ঠিক বেঠিক না বুঝে নাও বুঝি তুমি নও আমার, হৃদয় নাতো মানতে রাজি হাসতে তোমায় যতবারই দেখি যাই চাওয়া তোমায় নিষেধ ভুলে যখনই তোমার দু'চোখে চাই হারাই তুমি নও আমার যাই যে ভুলে জানি না কি করে সময় না ভেবে বেখেয়ালে হাসি আর কথায় মনে ধরেছে তোমায় তবু চাই তো নি এভাবে পেতে কাউকে যেভাবে হয়ে আছি দু দু'জনার নীরবতায় তুমি অন্যকারো গেলে বোঝাতে মন হয় ভারী হাসতে তোমায় যতবারই দেখি যাই চাওয়া তোমায় নিষেধ ভুলে যখনই তোমার দু'চোখে চাই হারাই তুমি নও আমার যাই যে ভুলে যখন কাছে আমার আসো তুমি বুঝে আমি যাই ভালোবাসা কি হাঁসতে তোমায় যতবারই দেখি যাই চাওয়া তোমায় নিষেধ ভুলে যখনই তোমার দু'চোখে চাই হারাই তুমি নও আমার যাই যে ভুলে তুমি নও আমার যাই যে ভুলে (তুমি নও আমার) নও আমার যাই যে ভুলে
Writer(s): Los Angeles Lawrence, Raffan Imam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out