Dari
PERFORMING ARTISTS
Dalchhut
Performer
COMPOSITION & LYRICS
Dalchhut Band
Songwriter
Lirik
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি শক্ত করে রে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই
ও, জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই
ঘরবাড়ির ঠিকানা নাই
দিনরাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
জীবনের রঙে মনকে টানে না (টানে না)
ফুলের ওই গন্ধ কেমন জানি না (জানি না)
জোছনার দৃশ্য চোখে পড়ে না (পড়ে না)
তারাও ভুলে কভু ডাকে না
জীবনের রঙে মনকে টানে না (টানে না)
ফুলের ওই গন্ধ কেমন জানি না (জানি না)
জোছনার দৃশ্য চোখে পড়ে না (পড়ে না)
তারাও ভুলে কভু ডাকে না
জীবনের রঙে মনকে টানে না
বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙ্গে পড়ে
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়
ও, বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙ্গে পড়ে
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়
হঠাৎ কে যে শঙ্খ শোনায়
দেখি ওই ভোরের পাখি গায়
তবুও তরী বাইতে হবে
খেয়া পাড়ি দিতেই হবে
তবুও তরী বাইতে হবে
খেয়া পাড়ি দিতেই হবে
যতই ঝড় উঠুক সাগরে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি শক্ত করে রে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে
Written by: Dalchhut Band