Dari
PERFORMING ARTISTS
Kronedge
Performer
COMPOSITION & LYRICS
Amit Muntasir
Composer
Kronedge
Arranger
PRODUCTION & ENGINEERING
Kronedge
Recording Engineer
Dewan Anamul Hasan
Mixing Engineer
David Chaletzky
Recording Engineer
Lirik
মেঘের পরে জমেছে মেঘ,
আকাশ আজ ডাকছে তোমায়।
ঘোর বরিষণের নিমন্ত্রণ
অবহেলা না করা যায়।
বেরিয়ে পর আজ তুমি,
সম্মুখে বিস্তৃত পৃথিবী।
আজ তুমি একা স্বাধীন,
জগতের সবকিছু পরাধীন।
প্রতিটি বিন্দু ভরা
শুধু তোমার উল্লাস,
বিস্তীর্ণ গগনের নিচে
এ তোমার বৃষ্টিবিলাস।
নেই কোনো বাঁধা আজ,
করে দাও মনটা উজাড়,
আলিঙ্গন করো পৃথিবী,
হারিয়ে যাও তুমি নিজের মাঝে।
Written by: Amit Muntasir

