Video Musik

তাইতো আইলাম সাগরে | Taito Ailam Sagore | Tasrif Khan | Saint Martin Island
Tonton video musik {trackName} dari {artistName}

Ditampilkan Di

Lirik

এই সাগরপাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে এই সাগরপাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পাড়ে ঝিনুক-মালা গাঁইথা কাটায় দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে (সাবাস) ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে ভাসায় দিতাম নিজের দুঃখ যতো এই জল দিয়া পূরণ করিতাম হাজার শুকনো ক্ষত এই নীল জলেতে ভাসায় দেবো মনের দুঃখ যতো এই জল দিয়া পূরণ করিবো হাজার শুকনো ক্ষত পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পাড়ে ঝিনুক-মালা গাঁইথা কাটায় দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে
Writer(s): Tasrif Khan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out