Dari

PERFORMING ARTISTS
Tushar Dutta
Tushar Dutta
Performer
COMPOSITION & LYRICS
Robin Guda
Robin Guda
Composer
Tushar Roy
Tushar Roy
Lyrics

Lirik

আজ এই শ্রাবণ হাওয়ায়
দূরে মল্লারে কে যেন গায়।
কে তুমি ব্যাকুল করো হায়
আসবে বলে রাখ ভরসায়?
যে জন আসবে বলে
মেঘ হয়ে গেল চলে,
শ্রাবণ-সিক্ত হাওয়ায়
অপলক পথ-চাওয়ায়
বিফল কি আজ হবো হায়!
আশা লুপ্ত হবে তমসায়?
এমন শ্রাবণঘন সন্ধ্যায়
বসে আছি কোন্‌ ভরসায়!
ঈশান-পুঞ্জমেঘে
বিরহ-চিহ্ন রেখে
এ বাদল-বৈরীতে
কেন যাও নৈর্ঋতে?
কেন আরো ঝরো না হায়
ভাসিয়ে প্রাণ-সরসায়?
এমন শ্রাবণঘন সন্ধ্যায়
বসে আছি কোন্‌ ভরসায়!
Written by: Robin Guda, Tushar Roy
instagramSharePathic_arrow_out