Dari

PERFORMING ARTISTS
Jalali Set
Jalali Set
Performer
SkibKhan
SkibKhan
Performer
COMPOSITION & LYRICS
Jalali Set
Jalali Set
Composer

Lirik

ওহ-ওহ-ওহ-ওহ-ওহ-ওহ-ওহ
লাগা চক্কর! (চক্কর)
Hey ঢাকা city (city)
জায়গায় জায়গায় লাগে পয়সা-পাত্তি (পাত্তি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়ার রাজনীতি (ঢাকা city)
Hey ঢাকা city (city)
পিছে লোকরা মাল সাপ্লি(সাপ্লি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়ার রাজনীতি (ঢাকা city)
ঢাকা city মানে টেকা city
Public ও city আর মুখে মারেও সিটি
আর এই সিটিবাজগোরে হো ভাই কোন হালায় আটকায়
চাক্কার ধাক্কায় ঢাকা city ঘুরপাক খায়
আর ধাক্কায় ধাক্কায় যত গুলি লোহা লক্কর
ঠেলিতে ঠেলিতে ঠেলাগাড়ি টেমা টক্কর
থেইকা থেকে যত পইড়া ফটকা থেইকা ফক্কর
চলছে গাড়ি যাত্রাবাড়ী, পিচ্চি টানে ময়লার গাড়ি
একশ না পাঁচশ না, এক হাজারে বাকি দিলে
মতিঝিলে briefcase-এ টেকা লইয়া ঢোক গিলে
নাক তাওতা সুলুপা বাকি পালুসা কালক মাঠে
বুইড়া কাকা কয় বাঙালের মাতৃভূমি ঢাকা
মালিটোলা-সুরিটোলা, ধুপখোলা-রথখোলা
থেইকা টান মাইরা খিলগাঁও-তালতলা
আর বাবুবাজার তাঁরা মসজিদ-আরমানিটোলা
যত ঢাকাইয়া পোলালে জোরে চিল্লায়া ডাকবি ঠোলা
Hey ঢাকা city (city)
জায়গায় জায়গায় লাগে পয়সা-পাত্তি (পাত্তি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়ার রাজনীতি (ঢাকা city)
Hey ঢাকা city (city)
পিছে লোকরা মাল সাপ্লি(সাপ্লি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়ার রাজনীতি (ঢাকা city)
এই আমার মহানগর, আমার concrete এর জঙ্গল
জালালি দঙ্গল, ঢাকা city দখল
Double এরশাদ, ধুমা শাফায়াত
ধানমন্ডি-লালবাগ লাগব যায় যাত্রাবাদ
ঘুইড়া-ফিরা সব শালা ভুগী-চুগী বাটপারী
খোদার উপর খোদকারি
পরের ধনে পোদ্দারি
মাগনা খাইলে চাওনা পাইলে
বাড়ি-ঘর চিনো তাইলে
ভগলপুরের ticket কাট তুই
জামিন নাইকা ধরা খাইলে
খবর ল কোন ব্যাপারি করে কালা কারবারি
মাইনকার চিপায় পইড়া হজম করে customer-এর ঝাড়ি
স্বামী বিদেশে বৌদি daily সাঁইজা-গুইজা কই যায়?
খবর ল খবর ল, খবর নাইরে তাইলে বন্ধ কর খাজুইরা আলাপ
ভালোর ভালো, খারাপের খারাপ
খাঁড়ার উপ্রে পল্টি-পাল্টি হিসাব নিকাশ শিখাস?
বাকির পয়সা কিস্তিতে, হইয়া যাইবোগা বিকাশে
Hey ঢাকা city (city)
জায়গায় জায়গায় লাগে পয়সা-পাত্তি (পাত্তি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়ার রাজনীতি (ঢাকা city)
Hey ঢাকা city (city)
পিছে লোকরা মাল সাপ্লি(সাপ্লি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়ার রাজনীতি (ঢাকা city)
সব বাঙাল হুজুগে আইবার চায় ঢাকা
হাতখার মোড় পিসলা মোচড় দেখায় ফাঁকা
Highcourt এর হদিস নাই জুতা পায়ে Bata
এর লাইগা এই city'র নাম ঢাকা
ছাল ছাড়া নাম কুত্তার 'বাঘা'
খবর ল কমছে পানি দেশে যাগা
পকেটমার গুলিস্তান আইয়া ঘুরে হাবা
আর পোলায় বাপের টাকায় গালায় বাবা
ঢাকায় উপকারে খায় ঘাড়ে লাত্থি
সেকেন্ডে দেহায় নিজের অকাত কী
বদ-জ্বীন বাজাইরা ভাওয়াগের খালাইরা
ঢাকাইয়া খোমা মাপলে যাবি auto তুই ভাইগা
দেশ কয় ক্ষেত বেচলে building বানাস কই?
Trigger চালাইলে কেজি দরে বেগুন পাছ কই?
এই city জালালি বাকি সব ফাঁকি
ভোদাই-ভাদাইম্যাগোরে দৌড়ের উপর রাখি
Hey ঢাকা city (city)
জায়গায় জায়গায় লাগে পয়সা-পাত্তি (পাত্তি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়ার রাজনীতি (ঢাকা city)
Hey ঢাকা city (city)
পিছে লোকরা মাল সাপ্লি(সাপ্লি)(Ay-yo)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)(Ay-yo)
বাসের কালো ধুঁয়ার রাজনীতি (Dhaka city)
এই মামা কই যাবি বল
এই সিএনজি
আরে meter-এ না গেলে
এলাকাতে নিয়ে মন খুইলা ভর
পুরা ঢাকা শহর কালো
সব system-এ চলে
শুধু traffic এর লোক শুধু কিস্তিতে নড়ে
আরে গাড়ি-বাড়ি সব করসে
গুলশানে duplex
হাতে দামি Rolex
পায়ে চলে Apex
দুই তিনটা garments
মুখখানা কমদামি
High class ভাবখানা
চাকরিটা সরকারি
পাঁচ বছর পর সবাই একই গান গায় (গাক)
নীল থেকে সবুজ তাও কোনো লাভ নাই (nope)
জায়গামতো মানুষ থাকলে কারো ডর নাই
রাজনীতির রাজ আছে, কোনো নীতি নাই
আরে কাওরান বাজার, মোহাম্মদপুর, গ্রীনরোড ভাই (ভাই)
ঘাস পাওয়া যায় না কোনো এলাকায়, নাই (Nope)
মহাখালি খালি নাই
Gas current পানি নাই
সোজা পথে চলতে হলে
ঢাকায় কোনো দামই নাই
Hey ঢাকা city (city)
জায়গায় জায়গায় লাগে পয়সা-পাত্তি (পাত্তি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়ার রাজনীতি (ঢাকা city)
Hey ঢাকা city (city)
পিছে লোকরা মাল সাপ্লি(সাপ্লি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়ার রাজনীতি (Dhaka city)
মহাজনপুর, ওয়ারি, নবাবপুর
থেইকা আজিমপুর, লালবাগ, সূত্রাপুর
থেইকা কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর
পুরে থেইকা দিল্লী বহুদূরে
ঢাকা tour-এ রিকশা ঘুরে
মহাজনপুর, ওয়ারি, নবাবপুর
থেইকা আজিমপুর, লালবাগ, সূত্রাপুর
থেইকা কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর
পুরে থেইকা দিল্লী বহুদূরে
ঢাকা tour-এ ঘুর!
Written by: Jalali Set
instagramSharePathic_arrow_out

Loading...