Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
Sandhya Mukherjee
Lead Vocals
COMPOSITION & LYRICS
Salil Chowdhury
Composer
Bimal Ghosh
Songwriter
Lirik
উজ্জ্বল এক ঝাঁক পায়রা
সূর্যের উজ্জ্বল রৌদ্রে
চঞ্চল পাখনায় উড়ছে
উজ্জ্বল এক ঝাঁক পায়রা
সূর্যের উজ্জ্বল রৌদ্রে
চঞ্চল পাখনায় উড়ছে
নিঃসীম ঘননীল অম্বর
গ্রহতারা থাকে যদি থাক নীল শূণ্যে
হে কাল, হে গম্ভীর
অশান্ত সৃষ্টির
প্রশান্ত মন্থর অবকাশ
হে অসীম উদাসীন বারোমাস
চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে
তুমি নেই, আমি নেই
কেউ নেই, কেউ নেই
ওড়ে শুধু এক ঝাঁক পায়রা
উজ্জ্বল এক ঝাঁক পায়রা
সূর্যের উজ্জ্বল রৌদ্রে
চঞ্চল পাখনায় উড়ছে
নিঃসীম ঘননীল অম্বর
গ্রহতারা থাকে যদি থাক নীল শূণ্যে
হে কাল, হে গম্ভীর
অশান্ত সৃষ্টির
প্রশান্ত মন্থর অবকাশ
হে অসীম উদাসীন বারোমাস
চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে
তুমি নেই, আমি নেই
কেউ নেই, কেউ নেই
ওড়ে শুধু এক ঝাঁক পায়রা
দুপুরের রৌদ্রের নিঃঝুম শান্তি, শান্তি
নীল কপোতাক্ষীর কান্তি
দুপুরের রৌদ্রের নিঃঝুম শান্তি, শান্তি
নীল কপোতাক্ষীর কান্তি
এক ফালি নাগরিক আকাশে
কালজয়ী পাখনার চঞ্চল প্রকাশে
এক ফালি নাগরিক আকাশে
নীল কপোতাক্ষীর কান্তি
হে কপোত, পারাবত, পায়রা
যেদিকে দু'চোখ যায় দেখা যায় যদ্দুর
হে কপোত, পারাবত, পায়রা
যেদিকে দু'চোখ যায় দেখা যায় যদ্দুর
শুধু শ্বেত পিঙ্গল কৃষ্ণ
উজ্জ্বল এক ঝাঁক পায়রা
চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে
তুমি নেই, আমি নেই
কেউ নেই, কেউ নেই
ওড়ে শুধু এক ঝাঁক পায়রা
Written by: Bimal Ghosh, Salil Chowdhury


