Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
Tanveer Evan
Performer
Altaf Sagor
Remixer
COMPOSITION & LYRICS
Tanveer Evan
Songwriter
Piran Khan
Composer
PRODUCTION & ENGINEERING
SRGMP Music
Producer
StreamRoad
Producer
WINGNOTE Music
Graphic Design
Lirik
কোনো এক সকালে
তোকে প্রথম দেখেছি
মনের এই গভীরে
তোকে আমার করেছি
গোধূলির রং আলতো ছোঁয়ায়
ছুঁয়ে দে আমায় একটুখানি
সাঁঝ নেমে অন্ধকারে
হাতে হাত রেখে উড়ে বেড়াই
উড়ে বেড়াই
আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে
তোকে চাই কাছে বারে বার
মন দেওয়ানা, করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারবার
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই
দেখে লাগে জানি কেমন
বোঝাতে পারিনি আমি তখন
মায়াভরা চোখে চেয়ে
আমাকে করেছে শেষ
আমিও হয়েছি পাগল
তোকে ছাড়া আমার কাটে না সময়
কীভাবে বোঝাই তোকে কত করে চাই
রাতদিন আমার কাটে নিরালায় ভেবে
কী জাদু চোখে, কী মায়া জড়ালে
আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে
তোকে চাই কাছে বারে বার
মন দেওয়ানা, করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারবার
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই
Written by: Piran Khan, Tanveer Evan