Dari
PERFORMING ARTISTS
James
Performer
COMPOSITION & LYRICS
Shawkat Islam
Composer
Rajiv Ahmed
Songwriter
Lirik
পাগলা হাওয়ার তোড়ে
মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তোড়ে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে, ওরে হাওয়া, থাম না রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে, ওরে হাওয়া, থাম না রে
বন্ধু আসছে বহুদিন পরে
চন্দ্র গেছে দূর পরবাসে
তারা জ্বলেনি ওই আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কী করে?
চন্দ্র গেছে দূর পরবাসে
তারা জ্বলেনি ওই আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কী করে?
ওরে, ওরে হাওয়া, থাম না রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে, ওরে হাওয়া, থাম না রে
বন্ধু আসছে বহুদিন পরে
বিজলি চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে, তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কী করে?
বিজলি চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিম রে, তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কী করে?
ওরে, ওরে হাওয়া, থাম না রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে, ওরে হাওয়া, থাম না রে
বন্ধু আসছে বহুদিন পরে
পাগলা হাওয়ার তোড়ে
মাটির পিদিম নিভু নিভু করে
পাগলা হাওয়ার তোড়ে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে, ওরে হাওয়া, থাম না রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে, ওরে হাওয়া, থাম না রে
বন্ধু আসছে বহুদিন পরে
হে পাগলা, হে হাওয়া, হে পাগলা
হে পাগলা
ও, বন্ধু আসছে বহুদিন পরে
Written by: Prince Mahmud, Shawkat