Dari
PERFORMING ARTISTS
The Platform Live
Performer
Conclusion
Performer
COMPOSITION & LYRICS
Conclusion
Composer
Zakir Hossain
Songwriter
PRODUCTION & ENGINEERING
Nadeem A. Salam
Producer
Lirik
সাজো তুমি ওই নীল সাগরের বর্ণ নিয়ে
সাজাও আমায়
অপেক্ষার প্রহর শেষে
রাত্রি নামে আমাদের নিজের
গল্পগুলো পড়ে রয় মনের কোনো
গহীন কোণে সময়ের ভাঁজে
কখনও সাজিনি আমি আমার মতোন করে
সাজো তুমি ওই নীল সাগরের বর্ণ নিয়ে
সাজাও আমায় তোমার অস্তিত্বের ধর্ম দিয়ে
সাজো তুমি ওই নীল সাগরের বর্ণ নিয়ে
সাজাও আমায় তোমার অস্তিত্বের ধর্ম দিয়ে
সাজো তুমি ওই নীল সাগরের বর্ণ নিয়ে
সাজাও আমায়
সব কেড়ে নিলে
সব মুছে দিলে
তুমি
Written by: Conclusion, Zakir Hossain