Video Musik

Video Musik

Dari

COMPOSITION & LYRICS
SN Rasul
SN Rasul
Lyrics
Shafayat Rasul
Shafayat Rasul
Composer

Lirik

বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
ছিলো তারা দুই বান্ধবী
ছিলো তারা দুই বান্ধবী
কিন্তু তাদের মাথা দুটো
ছিলো একদম খালি
তাদের চিন্তা ভাবনা শুনে
দিতাম আদোরের গালি
দুই কানের মাঝে
দ্রুত হাওয়া বইতো
ফাঁকা মাথার বাতাসে
পুরা কায়নাৎ উড়ে যেত
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
আছে তারা বান্ধবী
আছে তারা বান্ধবী
ফালতূমি প্রতিদিন
প্রতি মুহূর্ত
দুটো পন্ডিতের জালায়
বাপ-মা অসুস্থ
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
এরা কি বান্ধবী?
এরা কেমন বান্ধবী?
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
নাই যে আর বান্ধবী
এরা আমার বান্ধবী
সাফা রইলো স্বদেশ
দৌড়িয়ে গেলো ঢুকে
এটি পুরুষের দেশ
লুকালো পুরুষের বুকে
তার আসে পাশে
অশান্তি সীমাহীন
সে কি পেড়েছে?
ঘোড়া না ভীতুর ডিম্?
খালি হস্তে, খালি মাথায়
জীবন এলোমেলো
কি যে অসহায়
ভুলে ভুল করে গেলো
কান্নায়, কানে কানে
দ্রুত হাওয়া বইতো
ভরপূর মাথার ইতিহাসে
কত ভুল লেখা হলো
তোমাদের কি মনে আছে?
কতো ফালতূমি প্রতিদিন
ফূর্তির ডাক কতো কাছে
আনন্দের ছায়া সীমাহীন
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
এরা ভীষণ আজগুবি
এরা ভীষণ আজগুবি
বেবি গেলো বিদেশ
কতো দূরে, কতো দূর
স্বাধীনতার আশায়
টাকা-পয়সার ভাংচুর
কিন্তু বুঝলো একদম শেষে
মেঘতলেও চামড়া পুড়ে
স্বাধীনতার সেই দেশে
শুধু সাদা চামড়াই উড়ে
তোমাদের কি মনে আছে?
কতো ফালতূমি প্রতিদিন
ফূর্তির ডাক কতো কাছে
আনন্দের ছায়া সীমাহীন
বাংলাদেশের
রাজধানীতে
ছিলো দুটি মেয়ে
ছিলো দুটি মেয়ে
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
এরা ভীষণ আজগুবি
এরা ভীষণ আজগুবি
একটার নাম সাফা
আরেকটা আদোরের বেবি
এরা আমার বান্ধবী
এরা আমার বান্ধবী
Written by: SN Rasul, Shafayat Rasul
instagramSharePathic_arrow_out

Loading...