Dari

PERFORMING ARTISTS
SHEZAN
SHEZAN
Rap
COMPOSITION & LYRICS
SHEZAN
SHEZAN
Songwriter
PRODUCTION & ENGINEERING
Shezan Beatz
Shezan Beatz
Producer
SnareByt
SnareByt
Recording Engineer

Lirik

এই ল (এই ল)
এই ল machine পাত্তি lock, হেনো কুতুবউদ্দিন সব
যত ওল্লা-ঠোল্লা cop, তগো channel হুদ্দা flop
যেনো খাঁড়ায় যামু দেখবি হেনোই অল্লিগল্লি block
হালায় বান্দর হইয়া চান্দের দিকে খাবলা মারার শখ
এই ল machine পাত্তি lock, হেনো কুতুবউদ্দিন সব
যত ওল্লা-ঠোল্লা cop, তগো channel হুদ্দা flop
যেনো খাঁড়ায় যামু দেখবি হেনোই অল্লিগল্লি block
হালায় বান্দর হইয়া চান্দের দিকে খাবলা মারার শখ
তর উঠে নাই দুধ দাঁত চাপ, তুই Side-এ দুধভাত
ছল্লিবল্লি ভূতের গল্লির আমরা সবডি ভূতনাথ
তোর আমার যোগ দিস না
লবণ আমরা জোক দিস না
Joker আমরা joke দিস না
Bangla Rap-এর রোগী আমি
চোখ উঠবো চোখ দিস না
SHEZAN on the beat (yo boy)
আমরা ছড়াই heat
আর তুই Hitler-এর নাতি
দূর থিকা মারোস ইট
মারোস লুঙির ভিত্রে গিঁট
Verse beat-এ fit
আগুন নয়ামাটি street
কিন্ত ভাই-ব্রাদার পুরানা
বাজান আমরা গুড়া না
কাজ কামে senior but খোমা-খাট্টি বুড়া না
এ ল, এ ল, শিন্নি জইম্মা ক্ষীর
যত কুতুবউদ্দিন পীর
সিনা উচায় চলুম scene-এ কিছু ছিঁড়ার পারলে ছিঁড়
Rap এর teacher আমরা তরা class six, আমরা classic
আগে class হিখ ব্যাটা plastic packet
আমরা আগুন আর তুই পইরা আইসোস plastic jacket
আমরা ব্যাট-বলে ছক্কা আর তুই এক বলে packet
তর মধ্যে তিন বিড়িং
ল তিনডা কইরাই ঘুন্ডি খা
যেমনে আইসোস জান বাঁচাইয়া
অমনেই দিয়াই পল্ডি খা
তর ফানুস তো ফুডাই দিসি
চাইর বোয়াদার ঘুড্ডি দা
ভাইস্তা আলগা খাতির না রে
খেলতে হইবো বুদ্ধি দা
মুশকিলে ফর্মা ভাইডি বাড়ায় জলে কেওড়া
হোন, আমরা পাও চাটলে তরা চাটছোস ল্যাওড়া
কার কান্ধে পারা দিয়া এত বড় ফাল দিসে
Game এইডা, গুডি তুই, তর ঘেডি ধইরাই চাল দিসে
উল্ডা পাও দাগের বাইরে, পইড়া যাইবি ভেল্কিতে
নাগরে ঝুলাই গলায়, ব্যাটা, নাগিন রাখি কল্কিতে
গা জ্বালাইসে বিচিরতে, পুরান হিসাব টান দিসে
তরা তহন ডিমের ভিত্রে, যহন আমরা মজলিশে
পাতার পাতা পাইটু ধইরা বোবা বানায়
খবর ল তর gangster এদিক আইলে ছোবা বানায়
তর মতোন বহুত মাস্তান কাঁন্দে আমগো গারদখানায়
এই scene-এর পাগলডি basin-এ চুবায় ভালা বানায়
এই ল machine পাত্তি lock, হেনো কুতুবউদ্দিন সব
যত ওল্লা-ঠোল্লা cop, তগো channel হুদ্দা flop
যেনো খাঁড়ায় যামু দেখবি হেনোই অল্লিগল্লি block
হালায় বান্দর হইয়া চান্দের দিকে খাবলা মারার শখ
এই ল machine পাত্তি lock, হেনো কুতুবউদ্দিন সব
যত ওল্লা-ঠোল্লা cop, তগো channel হুদ্দা flop
যেনো খাঁড়ায় যামু দেখবি হেনোই অল্লিগল্লি block
হালায় বান্দর হইয়া চান্দের দিকে খাবলা মারার শখ
কইসিলাম mic-টা যেইদিন লমু
লয়া লমুই
রাগ-গোসসা দূরের কথা
প্রেম করার নাই সময়
ভালো কন আর খারাপ কন, কন দূরের থিকা
বয়স এমন মন সারাক্ষণ খুঁজে খালি ট্যাকা
আগের দিন ভাইরে, খায়া লাইসে বাঘে
Chain ডা খুললে আর লাগাইলে দেখি দশটা টাকা লাগে
Industry কাঁপাইতেসে অমুক আপা তমুক ভাই
অনেক কথাই কমু আগে অমুক তমুক কমুক ভাই
পায় পারা দিয়া পাঁয়তারা আমগো hood-এ নাই
ওই ধাক্কাধাক্কির আমলে তো চক্ষুও ফুডে নাই
আর মানুষ পাস না তর ভাইরা এহন mood-এ নাই
তর কপাল ভালা কপালে scene ওডি জোটে নাই
নামের আগে রাজা বাদশা আমরা মাডে নাই
বিক্রমপুইরা পোলা এইডা চেতলে কেউরে চোদে নাই
তর খোমা দেখলে মায়া লাগে “আয়, ছোডো বুকে আয়”
হাফিজ মামার চা খাওয়ামু দনিয়া কলেজ মাডে আয়
যেডি কামে চোখ দিতো সবডির চোখ কানা কইরা দিসি
চদু, অত গান গাস নাই যত মানা কইরা দিসি
তুই Lokolz না, DMC না, Jalali না, GC
ফলই হালায় দিসি, ময়না, তুই তো ফলের বিসি
গানের চরে কানের পর্দা ফাডাই, কথা ক পর দা
চোখের নাই পর্দা, ভালোবাসোস উপর দা
চলবো জায়গার পার জায়গায়, bar যায় গা ভিতর দা
বুড়া থিকা গুড়া নাচাই বান্দি নাচাই তরডা
ঘরো ফাল না পাইরা চরো যান গা বড় ভাই
বেদ্দব কন আমারে তয় আপনে কইলাম বড়ডাই
Instagram-এ follow চাই না, গাছের পাঁকা ফলও চাই
খেলতে লয় না league-এ তরে আবার বলে দলও চাই
আর এই দেশো চুপ থাকলে ঠ্যাং বাড়াইতে আহে যত আনাড়িতে
মামা তর চামড়া ছিল্লা বেইচ্চা দিমু tannery-তে
গঞ্জের পোলাপান ব্যাক PhD করা ত্যাড়ামিতে
ভালাই জানি কী দিলে কার কেড়া মিডে
বাজান, আমরা গানের জাদুকর কানে সুর দেই
আয়, আমগো মহল্লায় তরে লইয়া tour দেই
সামনে কস, “হুজুর” পল্ডি মারোস উল্ডা ঘুরতেই
তুই যে কোন কুতুব ওইডা বুইঝা লাইসি দূরতে
যা’গা তাইলে ছাগলের তিন number তুই proof দিতে থাক
তর তো কথাই হয় না ব্যাডা, যা তর মুরুব্বিরে ডাক
থাকলে শুরুর দিকেই থাক
ভাইগ্না plate লইস না খাওয়ার time
যা কওনের কইসোস হুনসি, অহন কইলাম আমার time
এই ল machine পাত্তি lock, হেনো কুতুবউদ্দিন সব
যত ওল্লা-ঠোল্লা cop, তগো channel হুদ্দা flop
যেনো খাঁড়ায় যামু দেখবি হেনোই অল্লিগল্লি block
হালায় বান্দর হইয়া চান্দের দিকে খাবলা মারার শখ
এই ল machine পাত্তি lock, হেনো কুতুবউদ্দিন সব
যত ওল্লা-ঠোল্লা cop, তগো channel হুদ্দা flop
যেনো খাঁড়ায় যামু দেখবি হেনোই অল্লিগল্লি block
হালায় বান্দর হইয়া চান্দের দিকে খাবলা মারার শখ
Written by: Muhammad Shezan
instagramSharePathic_arrow_out

Loading...