Dari
PERFORMING ARTISTS
Fazlur Rahman Babu
Performer
Bina
Vocals
COMPOSITION & LYRICS
Tarok Sarkar
Lyrics
Lirik
পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে
নগরে জয়ধ্বনি করে সকলে-
১। রামাগণে বামাস্বরে করে মঙ্গল আচরন,
চৌদ্দ মাদোল সঙ্গে লয়ে অবধৌতের আগমন,
প্রেমরসে হয়ে মগন, করে মধুর সংকীর্তন,
প্রেমের পাগল যতজন, মিশে গেছে এককালে সকলে।।
২। শঙ্খ বাজে ঘন্টা বাজে, কংস কাঁশী করতাল;
ভৈরব ভৈরবী রাগে ভেরীতে ধরেছে তাল-
রুদ্র তাল, ব্রক্ষ তাল মৃদঙ্গে ধরেছে তাল-
জয়ঢোল টিকারা তাল, হরিনামে উঠল তাল,
তারা মাতাল আকাশ পাতাল, মদখেয়ে যেন মাতাল
কেউ নাচে তাল বেতালে, সুতালে।।
৩। উড়িতেছে জয় পতাকা হরিনামের হিল্লোলে,
ছিলরে শমনের দখল গেলরে একেকালে,
শমন দূতে বলে, রাজ্য নিল পাগলে,
রাজা প্রজা সকলে মিশেগেছে ঐ দলে,
কত যোগী জনা যোগ ভুলে যজ্ঞোপবীত ফেলে।
নাচে দুবাহু তুলে ভাসে দুনয়ন জলে,
প্রেম কহ রাধে বলে, দেয় গড়াগড়ি ভুতলে-সেতালে
৪। পাষন্ড দলন হরিনাম লয়ে পাগল আসিল,
মাতায়ে হিন্দু যবন পাষন্ড সব শাসিল;
রাজভয় নাশিল বিগ্ন বিনাশিল,
দুঃশীল সুশীল ঐ দলে সব পশিল,
তারা রস ভরে রসিল মধু-রসের বাণী বলে
হরে হরে ভীড় দিল সকলে।।
৫। জয় হরিবল গৌরহরিবল পাগলের হুঙ্কার ধ্বনি,
যেন মদে মত্ত সিংহ বীর্য্য শুনে সে সিংহধ্বনি,
হৃদয় ধরে সেই ধ্বনি মহানন্দ দেয় ধ্বনি,
গুরুচাঁদের জয়ধ্বনি তারকচাঁদ তা কৈ বলে, তা ভুলে।।
Written by: Tarok Sarkar