Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
ANIMES ROY
Performer
COMPOSITION & LYRICS
ANIMES ROY
Songwriter
PRODUCTION & ENGINEERING
ANIMES ROY
Producer
Lirik
চিপুর চিপুর মেঘ পরে রাতিনি
জুরে কেনে দেয় টুকা দোরনি
ইলায় আয়সে কেনে মুলা বারানি
ঘুমনি আহে ইলু আবুলৌ চুখনি।।
কেনে বা তয় এতো উফরৌ পাগলা
কিছুই নৌই মাথানি
এক দামানসা থাকনা যাইয়ৌ
গুলিঘর কানসিনি
যুদি মৌন দেখে হুনি
কিংকৌ দিখাব মুখ নালিভিয়াননি।।
তুলা কুথারা মন হুলে
মন না থাকে ঘরনি
তিরা তিরা কে চৌইয়া আবু
গুয়ৌ ভুরায় ইলু মুখনি
কিংকৌ যাব ময় তুলা বারানি
আবু অয় তালা পালে
ধুরিবৌ ইলি ঘারনি
বাংলা অনুবাদ :
ঝিরিঝিরি বৃষ্টি পরে রাতে
জোরে কেন দিচ্ছ টোকা দরজায়
এখনি কেন আসছো তুমি আমার কাছে
ঘুম আসেনি এখনো দাদিমার চোখে
কেন যে তুমি এতো উতলা
কিছুই কি নেই তোমার মাথায়
একটু খানি থাক না যেয়ে
গোয়াল ঘরের পিছে
যদি মানুষ দেখে শুনে ফেলে
কি করে মুখ দেখাব সকালে
তোমার কথা মনে পড়লে
মন থাকেনা আমার ঘরে
বাঁকা চোখে চেয়ে দাদিমা
এখনো সুপারি ভরছে মুখে
কি করে যাবো আমি তোমার কাছে
দাদিমা বুঝতে পারলে
ধরবে এখনি আমার ঘাড়ে
Written by: ANIMES ROY


