Lirik

ভুলে যাও কত সহজে ভুলে যাও তুমি আমায় পারি না আমি কেন যে ভুলেই থাকতে তোমায় পারো তুমি ভুলে যেতে আমি পারি ব্যথা নিতে ভুলে যাও কত সহজে ভুলে যাও তুমি আমায় কত সন্ধ্যে বেলা, সকাল, দুপুর, রাত স্বপ্ন নতুন দেখেছি যে হঠাৎ ঝড়ের টানে হৃদয় চূর্ণ হয় বোঝেনি মন কেন নিজে কত সন্ধ্যে বেলা, সকাল, দুপুর, রাত স্বপ্ন নতুন দেখেছি যে হঠাৎ ঝড়ের টানে হৃদয় চূর্ণ হয় বোঝেনি মন কেন নিজে স্বপ্ন তাই তো দেখি না যে ভুলে যাও কত সহজে ভুলে যাও তুমি আমায় ভালোবাসা কারও কাছে মুল্যহীন কারও কাছে আরাধনা পেয়ে হারানোর পাহাড় সে দুঃখ অবুঝেরাই বোঝে না ভালোবাসা কারও কাছে মুল্যহীন কারও কাছে আরাধনা পেয়ে হারানোর পাহাড় সে দুঃখ অবুঝেরাই বোঝে না ব্যথায় তাই তো কাঁদি না যে ভুলে যাও কত সহজে ভুলে যাও তুমি আমায় পারি না আমি কেন যে ভুলেই থাকতে তোমায় পারো তুমি ভুলে যেতে আমি পারি ব্যথা নিতে ভুলে যাও কত সহজে ভুলে যাও তুমি আমায় পারি না আমি কেন যে ভুলেই থাকতে তোমায়
Writer(s): Prince Mahmud Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out