Video musicale

Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Samina Chowdhury
Samina Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Maksud Jamil Mintu
Maksud Jamil Mintu
Composer
Ezazur Rahman
Ezazur Rahman
Songwriter

Testi

ওরে পাগল মন
ওরে পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
যখন তাহার কেউ ছিলো না, তখন ছিলাম আমি
যখন তাহার কেউ ছিলো না, তখন ছিলাম আমি
এখন তাহার সব হয়েছে, পর হয়েছি আমি রে
পর হয়েছি আমি
পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
ওরে পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
বলেছিলে আমায় তুমি কোনোদিনও ভুলবে না
বলেছিলে আমায় তুমি কোনোদিনও ভুলবে না
এখন দেখি সবই ছিলো তোমার মিছে ছলনা
পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
ওরে পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
বলেছিলে টাকা-পয়সায় তোমার কোনো লোভ নাই
বলেছিলে টাকা-পয়সায় তোমার কোনো লোভ নাই
বাড়ি-গাড়ির জন্যে এখন আমার তুমি কাছে নাই
পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
ওরে পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
বলেছিলে আমি ছাড়া সিংহাসনে বসবে না
বলেছিলে আমি ছাড়া সিংহাসনে বসবে না
এখন দেখি তুমি রাজা, আমি তোমার কেহই না
পাগল মন
ওরে পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
যখন তাহার কেউ ছিলো না, তখন ছিলাম আমি
যখন তাহার কেউ ছিলো না, তখন ছিলাম আমি
এখন তাহার সব হয়েছে, পর হয়েছি আমি রে
পর হয়েছি আমি
পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
ওরে পাগল মন, পাগল মন
ওরে পাগল মন
Written by: Ezazur Rahman, Maksud Jamil Mintu
instagramSharePathic_arrow_out

Loading...