Crediti
PERFORMING ARTISTS
Samina Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Showkot Ali Emon
Composer
Conventional
Songwriter
Testi
নতুন ঘরে যাবো
আমার এই ঘরে আর মন বসে না
নতুন ঘরে যাবো আমার
আমার এই ঘরে আর মন বসে না
ঘরখানা অতি পুরানা
ঘরখানা অতি পুরানা
নতুন ঘরে যাবো
আমার এই ঘরে আর মন বসে না
নতুন ঘরে যাবো
আমার এই ঘরে আর মন বসে না
ঘরখানা অতি পুরানা
ঘরখানা অতি পুরানা
এই না অপয়া ঘরে
দুঃখ আমার গেল না রে
এই না অপয়া ঘরে
দুঃখ আমার গেল না রে
সারাদিন খেটে মরি
একটুখানি নেই সান্ত্বনা
সারাদিন খেটে মরি
একটুখানি নেই সান্ত্বনা
ঘরখানা অতি পুরানা
নতুন ঘরে যাবো
আমার এই ঘরে আর মন বসে না
নতুন ঘরে যাবো
আমার এই ঘরে আর মন বসে না
ঘরখানা অতি পুরানা
হায় রে, ঘরখানা অতি পুরানা
দোষী হই যাদের লাগি
তারা হয় না দোষের ভাগি
দোষী হই যাদের লাগি
তারা হয় না দোষের ভাগি
সরল মনে দাগা দিলো
আমার যত আপনজনা
সরল মনে দাগা দিলো
আমার যত আপনজনা
ঘরখানা অতি পুরানা
নতুন ঘরে যাবো
আমার এই ঘরে আর মন বসে না
নতুন ঘরে যাবো
আমার এই ঘরে আর মন বসে না
ঘরখানা অতি পুরানা
ঘরখানা অতি পুরানা
নতুন ঘরে যাবো
আমার এই ঘরে আর মন বসে না
নতুন ঘরে যাবো
আমার এই ঘরে আর মন বসে না
ঘরখানা অতি পুরানা
ঘরখানা অতি পুরানা
ঘরখানা অতি পুরানা
ঘরখানা অতি পুরানা
Written by: Conventional, Showkot Ali Emon