Crediti

PERFORMING ARTISTS
Samina Chowdhury
Samina Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Showkot Ali Emon
Showkot Ali Emon
Composer
Hason Raja
Hason Raja
Songwriter

Testi

রূপ দেখিলাম রে নয়নে
আপনার রূপ দেখিলাম রে
(রূপ দেখিলাম রে নয়নে
আপনার রূপ দেখিলাম রে)
আমার বাস্তব বাহির হইয়া
দেখা দিল (আমারে)
আমার বাস্তব বাহির হইয়া
দেখা দিল (আমারে
আপনার রূপ দেখিলাম রে
রূপ দেখিলাম রে নয়নে
আপনার রূপ দেখিলাম রে)
দেখা দিয়া প্রাণ রইয়া
সামাইলো ভিতরে
আদম সুরত দিল দেখা
ধরিয়া আমারে
(আপনার রূপ দেখিলাম রে
রূপ দেখিলাম রে নয়নে
আপনার রূপ দেখিলাম রে)
নূরের বদন খানি
যেন কাঞ্চা সোনা
আপনারও রূপ দেখিয়া
আপনি যে ফানা
(আপনার রূপ দেখিলাম রে
রূপ দেখিলাম রে নয়নে
আপনার রূপ দেখিলাম রে)
চন্দ্র সূর্য নাহি হয় রে
ঐ রূপের সমান
সেই রূপ দেখিয়া আমার
বাঁচেনা পরান
(আপনার রূপ দেখিলাম রে
রূপ দেখিলাম রে নয়নে
আপনার রূপ দেখিলাম রে)
তুমি আমার আমি তোমার
প্রাণবন্ধে বলিয়া
হৃদয় কমলে বন্ধু
বংসিল দিয়া
(আপনার রূপ দেখিলাম রে
রূপ দেখিলাম রে নয়নে
আপনার রূপ দেখিলাম রে)
ভাবনা চিন্তা দূর হইল
বন্ধু কোলে লইয়া
নাচে নাচে হাছন রাজায়
বন্ধুয়ারে পাইয়া
(আপনার রূপ দেখিলাম রে
রূপ দেখিলাম রে নয়নে
আপনার রূপ দেখিলাম রে
রূপ দেখিলাম রে নয়নে
আপনার রূপ দেখিলাম রে)
আমার বাস্তব বাহির হইয়া
দেখা দিল (আমারে)
আমার বাস্তব বাহির হইয়া
দেখা দিল (আমারে
আপনার রূপ দেখিলাম রে
রূপ দেখিলাম রে নয়নে
আপনার রূপ দেখিলাম রে)
Written by: Hason Raja, Showkot Ali Emon
instagramSharePathic_arrow_out

Loading...