Video musicale

Crediti

PERFORMING ARTISTS
Khurshid Alam
Khurshid Alam
Performer
COMPOSITION & LYRICS
M. Asraf
M. Asraf
Composer
Jamal and Golam Hossain Ladu
Jamal and Golam Hossain Ladu
Songwriter

Testi

চুরি করেছো আমার মনটা চুরি করেছো আমার মনটা হায় রে হায়, Miss লংকা ঝড়ো হাওয়া যেন যৌবনটা ঝড়ো হাওয়া যেন যৌবনটা হায় রে হায়, Miss লংকা চুরি করেছো আমার মনটা হায় রে হায়, Miss লংকা মনের খবর, হায়, ছিল না জানা তোমার বাড়ি তাই ছিল না চেনা মনের খবর, হায়, ছিল না জানা ও, তোমার বাড়ি তাই ছিল না চেনা লগ্ন এলো এতদিন পরে আঁখি মেলে চেয়ে দেখো না অন্তরে আজ বাজে ডঙ্কা অন্তরে আজ বাজে ডঙ্কা হায় রে হায়, Miss লংকা চুরি করেছো আমার মনটা হায় রে হায়, Miss লংকা লাজুক বদন কেন কাঁপছে? কে জানে মন কী ভাবছে? লাজুক বদন কেন কাঁপছে? ও, কে জানে মন কী ভাবছে? চোখে চোখে কিছু বলো না মনের সাগরে ঢল নামছে মৌসুম এলে যেন আচমকা মৌসুম এলে যেন আচমকা হায় রে হায়, Miss লংকা চুরি করেছো আমার মনটা হায় রে হায়, Miss লংকা
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out