Crediti
PERFORMING ARTISTS
Bappa Mazumder
Performer
COMPOSITION & LYRICS
RR
Songwriter
Testi
চারিদিকে শুধু নেমেছে আঁধার
অপলক এই দৃষ্টি আমার
যেতে হবে আজ অনেক দূরে
চলছে রাতের ট্রেন
নিরবতা ভেঙে দিয়ে
চারিদিকে শুধু নেমেছে আঁধার
অপলক এই দৃষ্টি আমার
যেতে হবে আজ অনেক দূরে
চলছে রাতের ট্রেন
নিরবতা ভেঙে দিয়ে
পাশে নেই তবু
সেই প্রিয় চেনা মুখ
শুধু যে ভাসে দুটি চোখে
পাশে নেই তবু
সেই প্রিয় চেনা মুখ
শুধু যে ভাসে দুটি চোখে
চারিদিকে শুধু নেমেছে আঁধার
অপলক এই দৃষ্টি আমার
যেতে হবে আজ অনেক দূরে
চলছে রাতের ট্রেন
নিরবতা ভেঙে দিয়ে
কোন সে পিছুটানে
আমাকে যে টানে
পরিচিত চেনা পথে
কোন সে পিছুটানে
আমাকে যে টানে
পরিচিত চেনা পথে
চারিদিকে শুধু নেমেছে আঁধার
অপলক এই দৃষ্টি আমার
যেতে হবে আজ অনেক দূরে
চলছে রাতের ট্রেন
নিরবতা ভেঙে দিয়ে
চারিদিকে শুধু নেমেছে আঁধার
অপলক এই দৃষ্টি আমার
যেতে হবে আজ অনেক দূরে
চলছে রাতের ট্রেন
নিরবতা ভেঙে দিয়ে...
Written by: Habib, Mass Masum, RR

