album cover
Chhaddobesh
13
Indian Pop
Chhaddobesh è stato pubblicato il 23 dicembre 2016 da Asha Audio Company come parte dell'album Chapter Three
album cover
Data di uscita23 dicembre 2016
EtichettaAsha Audio Company
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia
BPM106

Crediti

Testi

জমছে ধুলো, ইচ্ছেগুলো
নিয়ম মতোই জমতে থাক
এই তো সবে বিক্রি হবে
আমার কথা চুলোয় যাক
দারুণ শীতে, sugar free-তে
জমাট বাঁধে স্বপ্ন রোজ
প্রতি রাতে শূন্য হাতে
চলছে, চলবে তোমার খোঁজ
এই তো আমার ছদ্মবেশ
খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ
ক্ষিদে তবু বাড়ছে বেশ
আমার রাজ্য, আমার দেশ
দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ
আমার চিহ্ন আজ ছিন্নভিন্ন
বাড়ছে মজুর, কমছে ক্ষেত
আমার শোকে, অবাক চোখে
শহীদ মিনারে জমায়েত
আমার দেশে আমি যে-সে
ধুলোয় মেশে আমার ঘর
আমার আমি নরকগামী
ভীষণ দামী, স্বার্থপর
এই তো আমার ছদ্মবেশ
খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ
ক্ষিদে তবু বাড়ছে বেশ
আমার রাজ্য, আমার দেশ
দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ
এই তো আমার ছদ্মবেশ
খাচ্ছি-দাচ্ছি, আছি বেশ
ক্ষিদে তবু বাড়ছে বেশ
আমার রাজ্য, আমার দেশ
দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ, আমার দেশ
আমার দেশ
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...