Video musicale

Tumi Bashor Ghore
Guarda il video musicale per {trackName} di {artistName}

Crediti

PERFORMING ARTISTS
Rashed Zaman
Rashed Zaman
Performer
Beauty
Beauty
Performer
COMPOSITION & LYRICS
RR
RR
Songwriter

Testi

আমি কেমনে নামি নদির জলে সাতার জানি না ওগো পরান বন্ধু আর আমারে কাছে ডেকো না। আমি কেমনে নামি নদির জলে সাতার জানি না ওগো পরান বন্ধু আর আমারে কাছে ডেকো না। আমি একদিনেতে সাতার তোমায় দেবো শিখিয়ে এই নদির জলে অঙ্গ তোমার দাওনা ভাসিয়ে। আমি কেমনে নামি নদির জলে সাতার জানি না ওগো পরান বন্ধু আর আমারে কাছে ডেকো না। আমি একদিনেতে সাতার তোমায় দেবো শিখিয়ে এই নদির জলে অঙ্গ তোমার দাওনা ভাসিয়ে। এই নদিতে কুমির আছে গায়ের লোকে কয় কামড় দিয়ে নিউএ যাবে মনে লাগে ভয়। প্রতিদিনই সাতার দিয়ে ঐ পারেতে যাই একদিন ও তো এসব কিছু চোখে দেখি নাই। আমি হটু জলে দাঁড়িয়ে আছি আর আগাবো না হাত ধরে বারে বারে তুমি টেনে নিও না আমায় টেনে নিও না আমায় কাছে ডেকো না...। আমি একদিনেতে সাতার তোমায় দেবো শিখিয়ে এই নদির জলে অঙ্গ তোমার দাওনা ভাসিয়ে। আমি কেমনে নামি নদির জলে সাতার জানি না ওগো পরান বন্ধু আর আমারে কাছে ডেকো না। প্রথম একটু কষ্ট হলেও শেখ মন দিয়ে... আস্তে ধীরে চেষ্টা কর হাত পা ছড়িয়ে। সাতার শিখতে এসে আমার হইল যন্তনা. ঢোকে ঢোকে পানি খেয়ে পরান তো বাচে না। সাতার একবার যদি শিখতে পার তোমাকে নিয়ে নদির ও পার আমারা দুজনে যাব সাতরিয়ে। আমি কেমনে নামি নদির জলে সাতার জানি না ওগো পরান বন্ধু আর আমারে কাছে ডেকো না। আমি একদিনেতে সাতার তোমায় দেবো শিখিয়ে এই নদির জলে অঙ্গ তোমার দাওনা ভাসিয়ে। ওওও সাতার কাটতে গিয়ে আমার দম তো চলে না. হাতে ব্যাথা পায়ে ব্যাথা আর তো পারি না। বুকের ভিতর সাহস রাখ মনে রাখ বল দুই দিন পরে পাবে তুমি ব্যাথার প্রতিফল। বন্ধু আমার কষ্ট আমি বুঝি তুমি বুঝো না আগামীকাল শিখব আমি আজকে শিকবো না আমি আজকে শিখবো না... আমি একদিনেতে সাতার তোমায় দেবো শিখিয়ে এই নদির জলে অঙ্গ তোমার দাওনা ভাসিয়ে। আমি কেমনে নামি নদির জলে সাতার জানি না ওগো পরান বন্ধু আর আমারে কাছে ডেকো না।
Writer(s): Rr, Traditional Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out