Testi
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই যে আমার নানা রঙের দিনগুলি
কান্নাহাসির বাঁধন তারা সইল না, সইল না
সেই যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই যে আমার নানা রঙের দিনগুলি
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা
উড়ে গেল, সকল কথা কইল না, কইল না
সেই যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই যে আমার নানা রঙের দিনগুলি
স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে
সেই যে আমার নানা রঙের দিনগুলি
স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে
সেই যে আমার নানা রঙের দিনগুলি
এত বেদন হয় কি ফাঁকি
ওরা কি সব ছায়ার পাখি
আকাশ-পারে কিছুই কি গো বইল না, বইল না
সেই যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই যে আমার নানা রঙের দিনগুলি
Written by: Rabindranath Tagore, Srabani Sen