Crediti

Testi

বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা
আমার নিভৃত নব জীবন 'পরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দু'টি নিরুপম চরণতরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা
জেগে উঠে সব শোভা, সব মাধুরী
পলকে পলকে হিয়া পুলকে পূরি
জেগে উঠে সব শোভা, সব মাধুরী
পলকে পলকে হিয়া পুলকে পূরি
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ
পরানের আবরণ মোচন করে
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা
লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা
কেমনে বুঝায়ে কব না জানি কথা
লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা
কেমনে বুঝায়ে কব না জানি কথা
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি
কাঁপে নদী বনরাজি বেদনাভরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা
আমার নিভৃত নব জীবন 'পরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে
বাজিল কাহার বীণা
Written by: Santanu Basu
instagramSharePathic_arrow_out

Loading...