Crediti
Testi
চপল তব নবীন আঁখি দু'টি
চপল তব
সহসা যত বাঁধন হতে আমারে দিল খুলি
চপল তব
হৃদয় মম আকাশে গেল খুলি
হৃদয় মম আকাশে
সুদূরবনগন্ধ আসি করিল কোলাকুলি
করিল কোলাকুলি
ঘাসের ছোঁওয়া নিভৃত তরুছায়ে
চুপিচুপি কী করুণ কথা কহিল সারা গায়ে
সারা গায়ে
আমের বোল, ঝাউয়ের দোল, ঢেউয়ের লুটোপুটি
বুকের কাছে সবাই এল জুটি
চপল তব নবীন আঁখি দু'টি
চপল তব

