Crediti
Testi
নয়ান ভাসিল
নয়ান ভাসিল জলে
শূন্য হিয়াতলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদপবনে
জাগিল রজনী হরষে হরষে রে
নয়ান ভাসিল
নয়ান ভাসিল জলে
তাপহরণ তৃষিতশরণ জয় তাঁর দয়া গাও রে
তাপহরণ তৃষিতশরণ জয় তাঁর দয়া গাও রে
জাগো রে আনন্দে চিতচাতক জাগো
মৃদু মৃদু মধু মধু প্রেম বরষে বরষে রে
নয়ান ভাসিল
নয়ান ভাসিল জলে
শূন্য হিয়াতলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদপবনে
জাগিল রজনী হরষে হরষে রে
নয়ান ভাসিল
নয়ান ভাসিল জলে

